মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১১, ২০২৫ by

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ ফেনসিডিল ও বাইক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪১ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেল (বাইক) জব্দ করেছে বিজিবি। বুধবার ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপির টহলদল অভিযান চালিয়ে এসব জব্দ করে।
সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার দূরে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপপু গ্রামে যানবাহন তল্লাশি করার সময় এই পরিমাণ ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন— বুধবার বেলা সোয়া ১১টার দিকে তল্লাশি চালানোর সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দুজন আরোহী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে মোটরসাইকেলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১৪১ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। একইসঙ্গে মোটরসাইকেলটিও জব্দা করা হয়।
জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

About The Author

শেয়ার করুন