বিজিবির অভিযানে শিবগঞ্জে ফেনসিডিল উদ্ধার

18

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি ও সোনামসজিদ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও বিদেশী মদ উদ্ধার করেছে বিজিবি।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে তেলকুপি বিওপির নায়েব সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় মোল্লাটোলা বাঁশঝাড় নামক স্থান থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে টহল দল।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির নায়েক গোলাম হায়দারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এই অভিযানে শ্মশানঘাট এলাকা থেকে মালিকবিহীন ২০ বোতল বিদেশী মদ ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।