Last Updated on ডিসেম্বর ২৬, ২০২৪ by
বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইয়াবা জব্দ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার কাঁটাপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. জিফরুল (৫০) ও গমেরচর গ্রামের ওহাবের ছেলে মো. জাহাঙ্গীর (৪০)।
গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে টহল দেয়ার সময় ২ জন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পাওয়া যায়। টহলদল তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়।