চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন নলডুবি বাজার সংলগ্ন পাগলা নদীর পাড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা ও দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চকপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা ও দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।