শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৮, ২০২৪ by

বিএফএ, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার বিকেলে শহরের উদয়ন মোড়স্থ আলাউদ্দিন চাইনিজ ও ফাস্টফুডের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী মো. গোলাম মোস্তফা। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য অ্যাডভোকেট আবু হাসিব ও অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক।
এর আগে গত ৪ জুন অনুষ্ঠিত বিএফএ’র নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন জেলার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ মো. আকবর হোসেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মেসার্স আলহাজ শাহজাহান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আলহাজ মো. আব্দুল হাকিম এবং কোষাধ্যক্ষ পদে মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম রনো নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট বিএফএ’র নবনির্বাচিত জেলা কমিটির নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে কাজী মো. সেতাউর রহমান, সহসভাপতি পদে মো. দানিউল হক ও মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আশরাফুল হক বিশ^াস, দপ্তর সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন এবং সদস্য পদে মো. আব্দুস শুকুর, মো. মজিবর রহমান, মো. মোয়াজুল ইসলাম, মো. নৈমুদ্দীন বিশ^াস, মো. ইয়াহিয়া কবির, মো. আল-আমিন, মো. হুমায়ন কবির ও মো. রফিজুল হক নির্বাচিত হয়েছেন।
কমিটির দায়িত্বভার গ্রহণ শেষে আগামীতে সংগঠনের সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন বিএফএ’র জেলা কমিটির সভাপতি আলহাজ মো. আকবর হোসেন।
উল্লেখ্য, নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন কমিটির সকল সদস্য। জেলায় মোট ৫৮ জন ফার্টিলাইজার ডিলার রয়েছেন।

About The Author

শেয়ার করুন