বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিন : দূরপাল্লাসহ আন্তঃজেলায় চলেনি ভারী যান

4

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জেও অতিবাহিত হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। জেলাশহরসহ উপজেলাগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি জেলা পুলিশ কর্মকর্তারাও মাঠে ছিলেন।
বিএনপি ও জামায়াতের আলাদাভাবে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার ভোর থেকে শুরু হয়। সড়ক-মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি চলাচল করলেও আন্তঃজেলা ও উপজেলা রুটে দূরপাল্লার বাস-ট্রাক বন্ধ ছিল। রাজশাহীগামী চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা বিকল্প পথে ট্রেন ও সিএনজি বা ইজিবাইকে যাতায়াত করেছেন। দুপুরে জেলাশহরের বিশ্বরোড মোড়ে দেখা যায়, রাজশাহীগামী যাত্রীরা সিএনজি ও ইজিবাইকে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন- সকালে রাজশাহীর কয়েকটি গাড়ি ছেড়ে গেলেও পরে বন্ধ হয়ে যায়।
দূরপাল্লার বাস বন্ধ থাকলেও আন্তঃনগর বনলতাসহ অন্য ট্রেনগুলো স্বাভাবিক নিয়মেই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ছেড়ে গেছে এবং এসেছে। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন কর্মকর্তা ওবাইদুল্লাহ এ খবর নিশ্চিত করে বলেছেন, স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল করছে।
শিবগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস বা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সোনামসজিদ স্থলবন্দর থেকে পুলিশ পাহারায় ছেড়ে গেছে পণ্যবাহী ট্রাক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।
জেলা পুলিশের ডিআইও-১ এসএম জাকারিয়া জানান, গত সোমবার সন্ধ্যা হতে সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় শিবগঞ্জ থেকে একজন এবং গোমস্তাপুর থেকে দুজনসহ জেলায় মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা মামলা ও ওয়ারোন্টের আসামি বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেনÑ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের যৌথ টহল ছিল। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্ট মোতায়েন ছিল পুলিশ। কোথা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।