বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতি মানুষ চান না : আব্দুল ওদুদ এমপি

6

চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের বিএনপির ৫০ জন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দেন। শুক্রবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের জামতলা এলাকায় ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে যোগদানকৃতদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
আনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণ আজ বুজতে শিখেছে, জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই বাংলাদেশের এত উন্নয়ন হচ্ছে। অন্যদিকে বিএনপি ও জামাতের জ্বালাও পোড়াও আর পুলিশ পিটিয়ে হত্যার ঘটনায় জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। আর তাই বিএনপির রাজনীতির ওপর বিরক্ত হয়ে এবং আওয়ামী লীগের উন্নয়ন দেখেই ঝিলিম ইউনিয়নের ৫০ জন বিএনপির নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করলেন। আওয়ামী লীগে যোগদানকৃত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।
ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, যোগদানকারী আব্দুল মান্নান, জাকারুল ইসলাম, রবিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
যোগদানকারীরা তাদের বক্তব্যে বলেন-তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন দেখেই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করলেন। তারা আরো বলেন, আওয়ামী লীগে যোগদানের অন্যতম কারণ বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি। তাছাড়া বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই এবং ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না।