শুল্কমুক্তগাড়ি এনে বিক্রির মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের বর্তমান সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদের ৫ বছরের কারাদণ্ড এবং জেলহাজতে প্রেরণের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সভা করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার বিকেল সাড়ে ৪টায় পাঠানপাড়ার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি সদ্য নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিনসহ অন্যরা।
বক্তারা সংসদ সদস্য হারুনুর রশীদের মুক্তি দাবি করেন।
এর আগে দুুপুরে রায় ঘোষণার পরপরই ঝটিকা মিছিল করে যুবদল ও ছাত্রদল।