বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৭, ২০২৫ by

বিএনপির ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহীদ সাটু অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হায়াত উদ্দৌলার সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আলোচনা করেন- জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়ের তারিক আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, ইসমাইল বিশ্বাস, ইয়াজদানী জর্জ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুন