মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ১৪, ২০২৪ by

বিএনপির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়াও কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করে। জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহান, বিএনপি নেতা ওবাইদ পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা বাবর আলী রুমন, মনিরুল ইসলাম রাজু, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম রিপন।
এদিকে সদর উপজেলা কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিকেলে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পাঠানপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে প্রথমে যুবদল ও স্বেচ্ছসেবক দল বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি সেখান থেকে বের হয়ে নিউমার্কেট ঘুরে একই স্থানে শেষ হয়। পরে একই স্থান থেকে সদর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন- জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু ও সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা, পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি এবং রাষ্ট্র সংস্কারের দাবি জানান।
গোমস্তাপুর প্রতিনিধি : ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালিয়ে গণহত্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলামের অফিস কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ আলীর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেনÑ বিএনপি নেতা গুনি হামিদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, বিএনপি নেতা ফজলু রহমান, ইসলাম হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

About The Author

শেয়ার করুন