নওগাঁর নিয়ামতপুরে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বাহাদুরপুর ইউপির নাকইল উত্তরপাড়া শেখ রাসেল স্মৃতি সংঘের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রচার সম্পাদক আবু হাসনাত, সহ-দপ্তর সম্পাদক ইসমাইল সিরাজ, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র প্রামানিক, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহান শাহ, নাকইল উত্তরপাড়া শেখ রাসেল স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন শেখ রাসেল স্মৃতি সংঘের সভাপতি শামসুল আলম। সঞ্চালনায় ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা।
শেষে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।