বাস্তব হিরো সোনু সুদ

28

ভারতীয় অভিনেতা সোনু সুদ। পর্দায় তাকে খলনায়ক হিসেবেই বেশি দেখা যায়। কিন্তু করোনা দুর্যোগের এই সময়ে তিনি হয়ে উঠেছেন বাস্তবের হিরো। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরুর পর থেকেই নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু। সর্বশেষ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক, যারা মুম্বাইয়ে আটকা পড়েছিলেন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছেন। অনেকেই তার কাছে সাহায্য চাচ্ছেন। সাধ্যমতো সাহায্য করার চেষ্টাও করছেন এই অভিনেতা। এদিকে শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজ করতে গিয়ে লাভ গুরুর দায়িত্বও পালন করতে হচ্ছে সোনুকে। সম্প্রতি এক ব্যক্তি মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেতাকে উদ্দেশ্য করে লেখেন, ‘প্রিয় স্যার, আমি আসামের গুয়াহাটিতে আছি এবং হরিয়ানার রেওয়ারিতে আমার নিজ শহরে যেতে চাই। লকডাউনের পর আমার কোনো কাজ নেই এজন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এমনকি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে এবং আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। দয়া করে আমাকে গুয়াহাটি থেকে দিল্লিতে পৌঁছে দিন। আজীবন কৃতজ্ঞ থাকব।’ এর উত্তরে সোনু সুদ লিখেছেন, ‘দয়া করে ঝগড়া করবেন না এবং এই দুঃসময়ে আপনাদের মূল্যবান সম্পর্ক ভাঙতে দেবেন না। আমি কথা দিচ্ছি, আপনাদের দুজনকে নিয়ে নৈশভোজে যাব এবং ভিডিও কলে কথাও বলব। কিন্তু যদি আপনারা একসঙ্গে থাকার ওয়াদা করেন তবেই।’ করোনা মহামারির এই সময়ে মুম্বাইয়ের জুহুতে তার বিলাসবহুল হোটেল করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন এমন স্বাস্থ্যকর্মীদের জন্য উন্মুক্ত করে দেন এই অভিনেতা। পাশাপাশি দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করেন। সর্বশেষ শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছেন। সোনু বলেন, ‘সারা দেশ থেকে আমার কাছে অনুরোধ আসছে। তাদের পরিবারের সঙ্গে মিলিত করার যথাসাধ্য চেষ্টা করছি। শেষ শ্রমিককে বাড়ি ফেরানো পর্যন্ত আমি এই চেষ্টা চালিয়ে যাব।’