রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৬, ২০২৪ by

বাস্কেটবল তারকার প্রেমে মজেছেন হোয়াং জাং ইউম

এ বছরের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী লি ইয়ং ডনের সঙ্গে আট বছরের দাম্পত্যজীবনে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের আবেদন করেছেন কোরীয় অভিনেত্রী ও গায়িকা হোয়াং জাং ইউম। এর পাঁচ মাস পর বাস্কেটবল তারকার নতুন প্রেমে পড়েছেন হোয়াং জাং ইউম। এক বাস্কেটবল খেলোয়াড়ের সঙ্গে প্রেম করছেন তিনি। গত সোমবার প্রেমের খবরটি প্রকাশ্যে আসার পর বিষয়টি এক বিবৃতিতে স্বীকার করেছেন এই অভিনেত্রী। তাঁর এজেন্সি ওয়াইওয়ান এক বিবৃতিতে লিখেছে, ‘দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছে। তাঁরা একে অপরকে জানছেন।’ ২০১৬ সালে ব্যবসায়ী লি ইয়ং ডনকে বিয়ে করেন হোয়াং জাং ইউম। এরপর তাঁদের প্রথম পুত্রসন্তানের জন্ম হয়। ২০২০ সালে সেপ্টেম্বরে প্রথমবার স্বামীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছিলেন হোয়াং জাং ইউম। তবে পরে তা তুলে নেওয়া হয়; সংসারে ফেরেন তাঁরা। ২০২২ সালে তাঁদের দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম হয়। এ বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের আবেদন করেন হোয়াং জাং ইউম। হোয়াং জাং ইউম গানের পাশাপাশি অভিনয়েও বেশ সুনাম কুড়িয়েছেন। ২০০২ সালে কে পপ ব্যান্ড সুগারে যোগ দেন হোয়াং জাং ইউম। ২০০৪ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ার গড়েছেন। এর মধ্যে অভিনয়ে ক্যারিয়ারও গড়েছেন। ‘লিসেন টু মাই হার্ট’, ‘কিল মি, হিল মি’সহ বেশ কয়েকটি আলোচিত ড্রামায় অভিনয় করেছেন তিনি।

About The Author

শেয়ার করুন