চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদ চত্ব¡রে ইউনিয়ন বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে এসিডি’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাল্যবিয়ে প্রতিরোধে বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নে পর্যালোচনামূলক সভায় সভাপতিত্ব করেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপু।
বাজেট-পরবর্তী এ সভায় এসিডি’র প্রোগাম অফিসার এনামুল হক শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে বাল্যবিয়ের সার্বিক পরিস্থিতি এবং চাঁপাইনবাবগঞ্জের চিত্র তুলে ধরেন। তিনি এ পরিস্থিতি হতে উত্তরণের জন্য এবং বাল্যবিয়ে রোধে ইউনিয়ন পরিষদের বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা এবং তার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু বলেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বাল্যবিয়ে প্রতিরোধে ১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এতে আরো বক্তব্য দেন, এসিডি’র কিশোর কিশোরী দলের সদস্য হুমাইরা ইসলাম। সভা সঞ্চালনা করেন এসিডি’র উপজেলা কো-অর্ডিনেটর রুপম কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেনÑ গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ।