দৈনিক গৌড় বাংলা

‘বাল্যবিয়ে রোধ করা আমাদের দায়িত্ব’

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং যথাসময়ে আইনের আশ্রয় নেয়ার আহ্বান জানিয়ে বাল্যবিয়ে বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রানীনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহা. লোকমান আলী।
প্রকল্পের সার্বিক দিক ও সংলাপ অনুষ্ঠানের উদ্দেশ্য এবং জনঅংশগ্রহণের গুরুত্ব, স্থানীয় প্রতিনিধিদের করণীয় দিকসমূহ তুলে ধরেন প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাতুলি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম ও উজির আলী।

About The Author