শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৬, ২০২৫ by

বাল্যবিয়ে বন্ধে করণীয় শীর্ষক আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ, শিশুর অধিকার ও সুরক্ষা এবং বাল্যবিয়ে মুক্তকরণে আলোচনা ও করণীয় শীর্ষক আলোচনা এবং পরিকল্পনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদরের ঝিলিম ইউনিয়নের বাবুডাইংয়ের জোটকাপাড়ায় এসএসবিসি প্রকল্পের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চাঁপাইনবাবগঞ্জ শাখা এই কর্মসূচির আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন- আদিবাসী, স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি শিশু ও যুবসমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, হুজরাপুর মন্দিরের পুরোহিত শ্রী চৈতন্য দাস, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক বাহাউদ্দীন, আবদুর রহিমসহ অন্যরা।
এসময় হুজরাপুর মন্দিরের পুরোহিত শ্রী চৈতন্য দাস তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মন্দির সংস্কারসহ মন্দিরে বিদ্যুতের সুব্যবস্থা করার জন্য আহ্বান জানান।
এছাড়াও রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, আদিবাসীরা তাদের সমস্যার কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে না ধরায় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। তিনি তাদেরকে তাদের সমস্যার কথা সঠিক জায়গায় তুলে ধরার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্যবিয়ের বিভিন্ন ক্ষতিকারক দিক তুলে ধরে তিনি বলেন, বাল্যবিয়ের কারণে তারা মাতৃত্বকালীন ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। এসময় তিনি বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সকলে আদিবাসীদের শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং আশ্রয়ন প্রকল্পে বাসস্থানের ক্ষেত্রে যেন অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে অনুরোধ জানান।
এসময় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল বাল্যবিয়ে বন্ধে ও প্রতিরোধে অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস উপস্থিত সকলকে বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করান। এসময় তিনি মন্দির সংস্কারসহ মন্দিরে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য শিগগিরই উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে সম্যস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

About The Author

শেয়ার করুন