Last Updated on ফেব্রুয়ারি ৫, ২০২৫ by
বাল্যবিয়ে প্রতিরোধ
নাচোলে শ্রোতা ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে রেডিও মহানন্দার শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রোতা ক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।
বুধবার সকালে উপজেলার মুন্দিখোর হিন্দুপাড়া ও রাইপাড়া, কালইর পাথরঘাটা ও তেঁতুলতলা গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা।
এসময় উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোলের হিসাবরক্ষক হাফিজুর রহমান, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, ফিল্ড অফিসার শাহিন আলম, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা।
প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
এর আগে গত মঙ্গলবার গোমস্তাপুর উপজেলার চৌডালা সাহেব গ্রাম, হাউসনগর, বোয়ালিয়ার ঘাটনগর ও কাওয়াভাসা গ্রামের শ্রোতা ক্লাবের সদস্যদের নিয়ে অনুরূপ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজনে সহায়তা করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৪ চৌডালার ব্যবস্থাপক গোলাম মোস্তফা।