বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৯, ২০২৪ by

বাল্যবিয়ে-নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বক্তৃতা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এইসব কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।
জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিয়ের হার রোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধীদের অধিকার আদায়ে অনুষ্ঠিত এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বন্ধুসভা এ কর্মসূচি পালন করছে।
সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় এবং বাল্যবিয়ের ক্ষতিকর দিক ও সামাজিক জীবনে এর প্রভাব। লটারির মাধ্যমে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, সহকারী শিক্ষক কাবিবুর রহমান ও খলিলুর রহমান। শেষে দুটি ক্যাটাগরিতে বিজয়ী ছয়জনকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনা সৃষ্টিমূলক কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাল্যবিয়ের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করা হবে। এ কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাটক ও গম্ভীরা। পাশাপাশি থাকবে উঠান বৈঠকও।

About The Author

শেয়ার করুন