Last Updated on নভেম্বর ২০, ২০২৪ by
বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।
দুপুর একটায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, উম্মে আতিয়া ও চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাল্যবিয়ের কারণে আমরা প্রতিবছর অনেক শিক্ষার্থীকে হারিয়ে ফেলি। অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের সকলকে একত্রিত হয়ে এটি প্রতিহত করতে হবে। এর জন্য জনসচেতনতা অন্যতম প্রধান মাধ্যম। বন্ধুসভার এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন, ইউনিসেফ এবং বন্ধুসভাকে।