Last Updated on জানুয়ারি ১৪, ২০২৫ by
বালুগ্রাম আদর্শ কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে তারুণ্যের উৎসবে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলা বিভাগের প্রধান মোহা. মোখলেশুর রহমান ও ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক এস এম মাসুদ আলম।
উদ্বোধন অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন বৈষম্য-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে যাবার আহ্বান জানান।