চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত তিন শিক্ষককে কলেজটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিত শিক্ষকগণ হলেন- অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম ও জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক মো. রফিকুল ইসলাম।
এছাড়াও কলেজের সমাজবিজ্ঞানের প্রয়াত প্রভাষক রিয়াজুল হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দীন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মোহা. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মো. তানবিরুল আলম। সূচনা বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. আজাদ আলী।
বিদায়ীরা ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেনÑ সহকারী অধ্যাপক শামসুন্নাহার চৌধুরী, সহকারী অধ্যাপক আবু শউর মো. আব্দুন নূর আব্বাসী, সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, প্রয়াত রিয়াজুল হাসানের সহধর্মিণী মোসা. ফাতিমাতুজ্জোহরা, সহকারী লাইব্রেরিয়ান মো. জসীম উদ্দীন।
শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মো. আফজাল হোসাইন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও তাদের সহধর্মিণীর হাতে ক্রেস্ট, মানপত্র ও বিভিন্ন উপহার তুলে দেন প্রধান অতিথি ও অধ্যক্ষ।