রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৯, ২০২৪ by

বালুগ্রামে নিরাপদ সরিষা তেলের প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালুগ্রামে তেল প্রক্রিয়াজাতকারীদের কোল্ড প্রেস প্রযুক্তি প্রদর্শন উপলক্ষে এক্সপোজার ভিজিট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বালুগ্রামে অবস্থিত আব্দুল্লাহ্ ওয়েল মিলে এ এক্সপোজার ভিজিট ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যেক্তাদেরে আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই এক্সপোজার ভিজিটের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
আলোচনা সভায় বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা ও উদ্যোক্তা জসিম উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্য উদ্যোক্তারা।
এক্সপোজার ভিজিটে উদ্যোক্তাদের কোল্ড ওয়েল প্রেস মেশিনের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন আরেক উদ্যোক্তা জসিম উদ্দিন।

About The Author

শেয়ার করুন