Last Updated on মে ১৯, ২০২৪ by
বালুগ্রামে নিরাপদ সরিষা তেলের প্রদর্শনী
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালুগ্রামে তেল প্রক্রিয়াজাতকারীদের কোল্ড প্রেস প্রযুক্তি প্রদর্শন উপলক্ষে এক্সপোজার ভিজিট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বালুগ্রামে অবস্থিত আব্দুল্লাহ্ ওয়েল মিলে এ এক্সপোজার ভিজিট ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যেক্তাদেরে আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই এক্সপোজার ভিজিটের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
আলোচনা সভায় বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা ও উদ্যোক্তা জসিম উদ্দিন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্য উদ্যোক্তারা।
এক্সপোজার ভিজিটে উদ্যোক্তাদের কোল্ড ওয়েল প্রেস মেশিনের ব্যবহার ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন আরেক উদ্যোক্তা জসিম উদ্দিন।