চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা দারুস সুন্নত ফাজিল মাদরাসার সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মাদরাসাটির সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মেধাবী ৩৫ জন শিক্ষার্থীর প্রতিজনকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। সেই সঙ্গে মাদরাসার ছাত্রীদের পৃথক টয়লেট ও কমনরুম, লাইব্রেরির বই ও আসবাবপত্র কেনার জন্য মোট ৫ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসার হলরুমে নগদ অর্থ প্রদান করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেনÑ মাদরাসাটির অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান, সদস্য আব্দুল মালেক, সদস্য শামিমা খাতুন, সদস্য বদিউজ্জামান, সদস্য আহসান হাবিবসহ অন্যরা।