বালিয়াডাঙ্গায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভা

24

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরিচালনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ, মাদ্রাসার পুকুর (জলকর) নিলাম ও দাতা সদস্যর অনুদানে নবনির্মিত গেট এর নামকরণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেনÑ মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিরুল ইসলাম, সদস্য ড. সাইফুল ইসলাম, হোসাইন আলী, আব্দুল মালেকসহ কমিটির সদস্যবৃন্দ।