বালিয়াডাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

17

বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানীর উদ্যোগে ও বালিয়াডাঙ্গা যুব উন্নয়ন সংঘের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের প্রায় ২০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধনকালে উদ্যোক্তা ডা. গোলাম রাব্বানী বলেন, কোভিড-১৯ কারণে চলমান এ ক্যাম্পটি সাময়িক বন্ধ থাকার পর আবার নতুন উদ্যোমে শুরু করলাম। আমরা আবার সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের আর্থিক অসচ্ছল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করতে চাই।
দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে, নাক, কান, গলা, চক্ষু, শিশু ও মেডিসিনসহ ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২০০ রোগীকে চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসকরা হলেনÑ ডা. সোনীয়া আখতার রিমা, ডা. শহীদুল্লাহ্, ডা. নাসির উদ্দিন, ডা. সোনিয়া আক্তার, ডা. দেলোয়ার হোসেন এবং ডা. গোলাম রাব্বানী।