চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা দারুস সুন্নাত ফাজিল ডিগ্রি মাদরাসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্মৃতি পরিষদ এই ক্যাম্পের আয়োজন করে।
প্রবীণ রাজনীতিবিদ, ভাষা সৈনিক, চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত, প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য বাচ্চু ডাক্তারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
ড. মো. সিরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মু. জিয়াউর রহমান, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. সাইফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুররুল হোদার নেতৃত্বে সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফাসহ টেকনোলোজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে ১৩০ জন ডায়াবেটিক রোগী, ৬৫ জন হৃদরোগ, ১৫০ জন সাধারণ রোগী, ১৪০ জন চক্ষু রোগী, ৯৫ জন গাইনি রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা প্রদান করেনÑ ডা. দুররুল হোদা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গোলাম রাব্বানী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক, গাইনি বিশেষজ্ঞ ডা. শাহনাজ খাতুন ফ্লোরা, চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল ইসলাম সুজন ও ডেন্টাল সার্জন তৌকির হাসান।
উল্লেখ্য, আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার ১৯৩০ খ্রিষ্টাব্দের ৩ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৯ খ্রিষ্টাব্দের ১৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।