চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিমুলতলা বেলতলা মোড়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী।
ডা. গোলাম রাব্বানী জানান, উপকারভোগী রোগীদের খুশি ও আনন্দের অভিব্যক্তিতে আমি খুবই আনন্দিত। বর্তমান সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ সুনিশ্চিতকরণের যে প্রয়াস সেখানে আমার এই ফ্রি চিকিৎসা সেবা যদি কিঞ্চিত পরিমাণ অবদান রাখতে পারে তাতেই আমি খুশি। এলাকার গরিব দুখি অসহায় মানুষের সুবিধার্থে মাঝেমধ্যেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কেউ যদি তার এলাকায় এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করতে চান তবে আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন- বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেরাজুল চৌধুরী, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুদ। অন্যদের মধ্যে মোসা. দিবা, মোসা. লাইলি, মো. দুলাল, মো. মুসা, সেলিম উদ্দিন, হোসেন আলী, মো. আব্দুল আহাদ, আব্দুল মমিন ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন।