Last Updated on জানুয়ারি ১৫, ২০২৫ by
বালিয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন শীর্ষক কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। এসময় আরো উপস্থিত ছিলেন— ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সিলর ইফফাত আরা রাখি, সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মো. হুমায়ুন কবীর, প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক সারমিন আখতারসহ বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা।