বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৯, ২০২৪ by

বালিয়াডাঙ্গায় কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসী নারী-পুরুষদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেলে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেনÑ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। সংলাপে সভাপতিত্ব করেন আব্দুর রহিম। সংলাপে মুক্ত আলোচনায় অংশ নেনÑ বিমল হাসদা, শিখা সরেনসহ অন্যরা।
সংলাপে আদিবাসী নারী-পুরুষরা বাল্যবিয়েকে না বলেন। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
প্রধান অতিথি বলেনÑ আপনাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। অল্প বয়সে বিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। কন্যাসন্তানদের বোঝা না ভেবে মানুষ ভাবতে হবে, বাল্যকালে তাদের বিয়ে না দিয়ে তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। তারা যেন পুরুষের পাশাপাশি শিক্ষা-দীক্ষায় সমানভাবে এগিয়ে যেতে পারে, নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই স্বপ্ন দেখাতে হবে। তাদের সঙ্গে মা-বাবার সম্পর্কটা হতে হবে বন্ধুত্বের।
ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় সদর উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে।

About The Author

শেয়ার করুন