চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় পুনরায় কসাইখানা নির্মাণ না করে অন্যত্রে করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান মিঠুন। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য ও নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হাকিম, বিদ্যালয়টির প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। লিখিত বক্তব্যে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, নূরানী মাদ্রাসা, নির্মাণাধীন হার্ট ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালসহ ওয়ার্ডবাসীর ঘনবসতি রয়েছে।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মো. জিয়াউর রহমান আরমান বলেন-বালিগ্রামে যে খানে কসাইখানা রয়েছে সেখানে একসময় জনবসতি ছিল না বললেই চলে। পরে কসাইখানা দেখেই পৌরসভার জায়গায় চক্ষু হাসপাতাল করা হয়। এর পরে হার্ট ফাউন্ডেশন করা হচ্ছে। সব চেয়ে বড় কথা হচ্ছে যে কসাইখানা নির্মাণ করা হবে সেটি হবে অত্যাধুনিক। শুধু পশু জবাই করবে মানুষ আর বাকি সব কাজ দ্রুত করে দিকে মেশিনে। বর্জ্যগুলো অটোমেটিক ভূগর্ভে গিয়ে রিসাইক্লিং হবে। কাজেই পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই। সারাদেশে ১০টি পৌরসভার মধ্যে এটি একটি। এটি হবে পরিবেশ বান্ধব। এটির দরপত্র অনেক আগেই আহ্বান করেছে প্রাণিসম্পদ বিভাগ এবং কার্যাদেশও দেয়া হয়েছে, অচিরেই কাজ শুরু হবে।