বার্সায় যাচ্ছেন গুন্দোগান

2

ম্যানচেস্টার সিটির শত চেষ্টা বিফলেই গেলো শেষ পর্যন্ত। ট্রেবল জয়ী অধিনায়ক ইলকাই গুন্দোগানকে তারা রেখে দেওয়ার চেষ্টা করলেও তিনি এই মাস শেষে যোগ দিচ্ছেন বার্সেলোনায়। সিটির সঙ্গে চলমান চুক্তিটা এই মাসে শেষ হচ্ছে জার্মান মিডফিল্ডারের। ফলে তিনি বার্সায় যাচ্ছেন ফ্রি ট্রান্সফারে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, সিটি নতুন চুক্তির প্রস্তাবও দিয়েছিল। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের কাছ থেকে আরও লোভনীয় প্রস্তাব আসায় গুন্দোগান সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

৩২ বছর বয়সী গুন্দোগান সিটির হয়ে ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচ খেলেছেন। তাদের ট্রেবল জয়ের পেছনে অন্যতম অবদানও তার। ১১ গোল আসে তার কাছ থেকে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রিমিয়ার লিগের শেষ সপ্তাহেই ৭ ম্যাচে করেছেন ৬ গোল। ম্যানসিটি এফএ কাপ ফাইনালও জিতেছে তারই জোড়া গোলে। তাছাড়া খেলেছেন ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জেতা ফাইনালটির ৯০ মিনিট। তাতে মিডফিল্ড নিয়ে যে শঙ্কার কথা বার্সা কোচ জাভি বলছিলেন, সেটা হয়তো পূরণ হবে তাতে। বিশেষ করে গত মৌসুমে পেদ্রি চোট আক্রান্ত থাকায় অনেক ভুগতে হয়েছে বার্সাকে। এই অবস্থায় গুন্দোগানের মতো অভিজ্ঞ একজন তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডারের চাপটা ভালো মতোই কমাতে পারবেন।