বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৮, ২০২৫ by

বার্সার সাথে চুক্তি নবায়ন করলেন ইয়ামাল

বার্সেলোনার হৃদয় যেন আজ নতুন করে আলোয় ভরে উঠেছে। যিনি আলো জ্বালিয়েছেন, তিনি ১৭ বছরের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। কাতালান ক্লাবটি তাদের এই উঠতি রত্নকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাঁধা পড়িয়েছে এক নবায়িত চুক্তির সুতোয়। এ যেন শুধু একটি স্বাক্ষর নয়, বার্সেলোনার ভবিষ্যৎ স্বপ্নে আঁকা এক উজ্জ্বল রূপরেখা। মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ার ঘরদুয়ার পেরিয়েছিলেন ইয়ামাল। চোখেমুখে ছিল স্বপ্ন, আর পায়ে ছিল জাদু। সেই শিশুটি আজ বিশ্বের ফুটবল মানচিত্রে নিজের নাম লিখিয়েছেন সাহসে, দক্ষতায় আর দুর্দান্ত পারফরম্যান্সে। ২০২৩ সালের এক উজ্জ্বল এপ্রিল সন্ধ্যায়, ১৫ বছর বয়সে প্রথমবার সিনিয়র দলে পা রাখেন তিনি। এরপর থেকে আর থেমে থাকেনি তার উত্থানের স্রোত। এ পর্যন্ত ১০৬ ম্যাচে ২৫টি গোল আর ৩৪টি অ্যাসিস্ট- এই সংখ্যাগুলোই বলে দেয় ইয়ামাল শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবতার নাম। ২০২৪-২৫ মৌসুমে তিনি হয়ে উঠেছিলেন বার্সেলোনার বিজয়ের অন্যতম কারিগর। ৫৫ ম্যাচে ১৮ গোল এবং ২৫ অ্যাসিস্টে যেভাবে তিনি মাঠে ঝড় তুলেছেন, তা কোচ থেকে সমর্থক, সবাইকে বিস্মিত করেছে। এই অসাধারণ ফর্মের পুরস্কারও মিলেছে যথাযোগ্যভাবে। চুক্তি নবায়নের পাশাপাশি তিনি হয়েছেন ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন। তার বার্ষিক আয় এখন ২৬ মিলিয়ন ইউরো! অর্থের থেকেও বড় কথা, ক্লাবের আস্থা, ভবিষ্যতের রাশ তার হাতে তুলে দেওয়ার স্পষ্ট বার্তা। বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো একবাক্যে বলছেন, ‘‘এই চুক্তি আমাদের ভবিষ্যতের ভিত্তি, ইয়ামাল আমাদের আগামী দিনের প্রতীক।’’ এই চুক্তি শুধু একটি ফর্মাল আনুষ্ঠানিকতা নয়, এ এক বিশ্বাসের বন্ধন। বার্সা জানিয়ে দিলো ইয়ামাল কেবল তাদের বর্তমান নয়, তিনিই কাতালুনিয়ার ফুটবল ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল তারা।

About The Author

শেয়ার করুন