Last Updated on জানুয়ারি ২৪, ২০২৫ by
বারঘরিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন
পলাশ সভাপতি আলিম সম্পাদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বারঘরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম ও সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু, পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান ও সদস্য সচিব এ এইচ এম বাচ্চু।
বারঘরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিশ^াস, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ জনিসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে মাইনুল ইসলাম পলাশকে সভাপতি ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক করে ১১ জনের নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। অবিলম্বে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে সম্মেলনে জানানো হয়।