Last Updated on নভেম্বর ১৭, ২০২৪ by
বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত ৪
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বারঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে ও ৩ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই আব্দুল হাই জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাভ্যান, একটি ট্রলি, একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে সদর উপজেলার বারঘরিয়া কুমারপাড়ার সুশান্ত কুমার পাল (৩৯), শিবগঞ্জ উপজেলার রাজিতপুরের জিল্লুর রহমানের ছেলে রিকশাভ্যান চালক ইদিল (৪০) এবং মোটরসাইকেল আরোহী আব্বাস বাজারের ইসমাইল ও ইসমাইলের স্ত্রী মুক্তা আহত হন। তাদেরকে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইদিলকে রাজশাহী কেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।