মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৯, ২০২৪ by

বারঘরিয়ায় কৃষক সমাবেশ কৃষক দলের

কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
রবিবার বিকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের জমাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারঘরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফাউজুদ্দীন ইসলাম কালুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসতার আলী, শফিকুল ইসলাম পুতুল, এনামুল হকসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই কৃষক দল কৃষকদের পাশে থাকবে সবসময়। তাদরে দাবি-দাওয়া নিয়ে কৃষক দল লড়াই সংগ্রাম করবে। কৃষক দলের পতাকাতলে সকল কৃষককে আসার আহ্বান জানান বক্তারা।

About The Author

শেয়ার করুন