রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ২৩, ২০২৫ by

বায়ু দূষণের কবলে ব্যাংকক, বন্ধ প্রায় ২০০ স্কুল

বায়ুদূষণের কারণে ব্যাংককের প্রায় ২০০টি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা সবাইকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানিয়েছে এবং শহরে ভারি যানবাহন চলাচল সীমাবদ্ধ করেছে। মৌসুমি বায়ু দূষণ দীর্ঘদিন ধরে থাইল্যান্ডকে ক্ষতির মুখে পড়েছে। এই অঞ্চলের অনেক দেশের মতো থাইল্যান্ডেও শীতকালীন ঠা-া, বাতাস, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া গাড়ির ধোঁয়ার সাথে মিশে ভয়াবহ দূষণের সৃষ্টি হয়। আইকিউএয়ার অনুসারে, বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের রাজধানী ছিল বিশ্বের ষষ্ঠ দূষিত প্রধান শহর। পিএমপি ২.৫ দূষণকারী পদার্থের মাত্রা (ক্যান্সার সৃষ্টিকারী মাইক্রোকণা) প্রতি ঘনমিটারে ১২২ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে বছরের বেশিরভাগ দিনই ২৪ ঘণ্টার গড় এক্সপোজার ১৫’র বেশি হওয়া উচিত নয়। এই সপ্তাহের শুরুতে, উচ্চমাত্রার পিএমপি২.৫ রয়েছে এমন এলাকার স্কুলগুলি বন্ধ করে দেওয়া বেছে নিতে পারে ব্যাংকক কর্তৃপক্ষ। ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে ৪৩৭টি স্কুলের মধ্যে ১৯৪টি তাদের বন্ধ করে দিয়েছে। এই সপ্তাহের শুরুতেও ব্যাংকক কর্তৃপক্ষ মানুষকে বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করেছিল। থাই সরকার ফসলের খড় পোড়ানো বন্ধ করার জন্য প্রণোদনা ঘোষণা করেছে। এমনকি ধোঁয়ার উপরে বাতাসে ঠা-া পানি বা শুকনো বরফ স্প্রে করে বায়ু দূষণ মোকাবেলা করার জন্য একটি অভিনব পদ্ধতি পরীক্ষা করছে তারা।

About The Author

শেয়ার করুন