সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৬, ২০২৪ by

বাবুডাইং আলোর পাঠশালায় মহান বিজয় দিবস উদযাপন

‘আদিবাসীদের একটি ঐতিহ্যের নাম হইলো তীর ছোড়া। কিন্তুক হামারঘে মধ্যে এর চল আর নাই কহিলেই হয়। তাই অনেকের হাতের নিশানা ছুইট্যা গেছে। আইজ তীর চালাইয়া তার পমান পাইনু। তবুও আনন্দ যে, বছরে অন্তত একদিন হামরা তীর ছোড়া প্যাকটিস করতে পারি। তাও আবার এ ইসকুলের লাইগ্যা। বিজয় দিবসে ইসকুলের ছ্যালাপিল্যার পাশাপাশি হামরাকে খেলাধূলার সুযোগ করে দ্যায় এ ইসকুল। এজন্য ধন্যবাদ।’
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় এসে তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়ে এমনই মন্তব্য করেন কোল ক্ষুদ্র জাতিসত্তার বাবুডাইং গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু। এসময় তাঁর সঙ্গে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি গ্রামের ক্ষুদ্র জাতিসত্তা ও বাঙালি নারী-পুরুষ ও চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে আসা অতিথিরাও অংশ নেন।
দিবসটি উপলক্ষে সকাল আটটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী শিক্ষক সোনিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। এরপর সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক শ্রেণির ছেলে ও মেয়েদের নিয়ে পৃথকভাবে বিস্কিট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছেলেদের নিয়ে ঝুড়িতে বল নিক্ষেপ ও মেয়েদের নিয়ে চামুচ-মার্বেল দৌড় প্রতিযোগিতা হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় দড়ি খেলার। অন্যদিকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির এবং সপ্তম ও অষ্টম শ্রেণির ছেলেদের নিয়ে ২০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মেয়েদের নিয়ে বালিশ ও চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে মোমবাতি দৌড় ও সুই-সুতা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া উন্মুক্তভাবে ছিল ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও হাঁড়িভাঙ্গা খেলা। এছাড়া শিক্ষার্থী ও গ্রামীণ মেয়েদের নিয়ে পৃথকভাবে ছিল দড়ি টানা প্রতিযোগিতার।
অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সহসভাপতি কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, এসএমসি সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল হক গানু, কবির হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুস সামাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল আলম, সমাজসেবী আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি করেন।

About The Author

শেয়ার করুন