বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় বিদায় সংবর্ধনা

48

নানা আয়োজনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র এলাকার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত ওই বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপশি তাদের অভিভাবকবৃন্দ ও গ্রামবাসীও অংশ নেয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। আলোচনা সভার শুরুতে অতিথিদের গানের মাধ্যমে শাপলা ফুলের মালা দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কার্তিক কোল টুডুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, কমিটির সদস্য দেবেন কোল হাসদা, মাধব কোল সরেন, আতাউর রহমান, শিক্ষার্থীদের অভিভাবক সেবিয়ারা খাতুন, ফুলরানী কোল হাসদা, হরেন কোল মুরমু, বিশ্বনাথ কোল টুডু, আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয়, নবম শ্রেণির শিক্ষার্থী সিমতি কোল টুডু, ষষ্ঠ শ্রেণির মাহাফুজা খাতুন, চতুর্থ শ্রেণির ববিতা সাইচুরি এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয়, অষ্টম শ্রেণির মঞ্জুরী কোল টুডু, পঞ্চম শ্রেণির তাজরিন খাতুন ও সিমন কোল টুডু।
কবিতা আবৃত্তি করে তৃতীয় শ্রেণির সাকিবুল ইসলাম। অন্যদিকে কোল ভাষায় নাচ ও গান পরিবেশন করে সুরমিলা হাসদা, ববিতা সাইচুরি, গিতা মুরমু, রিতা টুডু, এমেলি হাসদা, মাধুরী টুডু, মৌমিতা হাসদা, ললিতা টুডু,শ্যামলী হাসদা, সোনালী মুরমু ও রুমা হাসদা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।
বক্তারা বলেন, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালাটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়, এটি পিছিয়ে পড়া এ এলাকার মানুষদের সামনে এগিয়ে নিয়ে যাবার একটি রাস্তাও। এ বিদ্যালয়ের কারণেই এখানকার কোল সম্প্রদায়ের ছেলে-মেয়েরা আজ পড়ালেখা শিখতে পারছে। স্কুল শেষ করে কলেজেও পড়ছে। এছাড়া বাবুডাইং বনের পাশে আশ্রয় নেয়া নদী ভাঙন কবলিত এলাকার পরিবারগুলোর সন্তানরাও এখানে পড়ালেখার সুযোগ পেয়ে পিছিয়ে পড়া থেকে এগিয়ে এসেছে। বিদ্যালয়ের নানা কর্মকা-ের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল শিক্ষাও লাভ করে থাকে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে উপহার হিসেবে কলম দেয় নবম শ্রেণির শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ও পরীক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।