করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা ও স্থানীয় গ্রামবাসীসহ ১৭৫ জনের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজারগুলো বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে বিদ্যালয়ের দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কোল ক্ষুদ্র জাতিসত্তার গ্রামের মোড়ল কার্তিক কোল টুডু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইস মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সদস্য সোনিয়া খাতুনসহ অন্যরা।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর ও সংগঠনটির সভাপতি সাঈদ মাহমুদ। তারা সবাইকে নিরাপদে ও সচেতন থাকার ব্যাপারে অনুরোধ জানান। করোনা থেকে দূরে থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্যও আহ্বান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ জানান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের জন্য চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি, সহ-সভাপতি ওজিফা খাতুন ও সাংগঠনিক সম্পাদক, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর অর্থ সহায়তা দেন।
কার্তিক কোল টুডু বলেন, হামরা অশিক্ষিত মানুষ। জীবাণু বা করোনা ভাইরাস সম্পর্কে অতশত বুঝি না। শিক্ষকরাই এর আগে হামাদেরকে এ সম্পর্কে কহ্যাছিল। সচেতন কর্যাছিল। আইজ পরথম আলো বন্ধুসভার কাছ থাইক্যা এইটা পাইলাম। ওরা বুঝাইয়া দিল কীভাবে ব্যবহার করতে হবে। এইট্যা পাইয়্যা ও বুইঝ্যা খুব ভালো হোইলো। ধন্যবাদ বন্ধুসভাকে।