বাবুডাইংয়ে মাতৃভাষায় শিশু শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন

103

gourbangla logo

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাবুডাইং গ্রামের কোল শিশুদের মাতৃভাষায় শিশু শ্রেণী পর্যন্ত শিক্ষার জন্য নির্মিত বিদ্যালয় ভবন গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। এসআইএল ইন্টারন্যাশনাল, বাংলাদেশ পরিচালিত বিদ্যালয় ভবন উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এসআইএল ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিয়াস টুডু, দক্ষিণ এশিয়ার এরিয়া ডিরেক্টর কারষ্টেন ভ্যান রিজেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধব কোল টুডু। শেষে এ বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।