মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১১, ২০২৪ by

বাবুডাইংয়ে মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং ফিল্টিপাড়ায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ফিল্টিপাড়া ও আশপাশের আদিবাসী পল্লীতে মাদকের উৎপাদন বন্ধ ও মাদকাসক্তি বন্ধে করণীয় বিষয়ে আলোচনা হয়।
সোমবার বিকেলে অনুষ্ঠিত সংলাপে অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) মো. ইলিয়াস হোসেন তালুকদার, সহকারী উপপরিদর্শক মো. মামুনুর রশিদ।
কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- মাদকের কারণে আদিবাসী সম্প্রদায় পিছিয়ে পড়ছে, বাল্যবিয়ে, নারী নির্যাতন, পারিবারিক কলহ ইত্যাদি। এসব সমস্যা সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ।
রেডিও মহানন্দার প্রযোজক মোমেনা ফেরদৌস অরনীর সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল সরেন, চাত্রা গ্রামের মোড়ল লাছাম মুরমু, চটিগ্রামের মোড়ল লক্ষণ মুরমু, ফিল্টিপাড়া গ্রামের মোড়ল সুনিল টুডু, বিল বৈঠ্যা গ্রামের মোড়ল বিজোলি টুডু, ছুটিপুকুর গ্রামের মোড়ল যগেন হাসদা, আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকাসহ দেড় শতাধিক আদিবাসী।
উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে।
ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা।
সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

About The Author

শেয়ার করুন