বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on আগস্ট ১২, ২০২৪ by

বাবুডাইংয়ে ডেঙ্গু বিষয়ে কর্মশালা

‘ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। সোমবার রাজশাহীর গোদাগাড়ীর বাবুডাইং আলোর পাঠশালায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় ডেঙ্গু জ্বর কী, কোন মশা থেকে এ রোগ ছড়ায়, ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ, উপসর্গ, প্রতিকার, করণীয়, প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক মো. আলী উজ্জামান নূর।
উন্মুক্ত পর্বে প্রশ্ন করেন শিক্ষার্থী সংগীতা টুডু, ইসরাত খাতুন, সীমা খাতুন, সবুজ মুরমু, অজিত হাঁসদা, মোসলেমা খাতুন, মরিয়ম খাতুন, মাসুমা খাতুন। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেনÑ সহকারী শিক্ষক লুইশ মুর্মু, সাঈদ মাহমুদ, বিমল হাঁসদা, উম্মে কুলসুম।
কর্মশালা শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বিদ্যালয়ের প্রাঙ্গণ, চারপাশ ও আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে লেগে পড়ে। এ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিজ বাড়িতেও সকলে করবে বলে অঙ্গীকার করে।

About The Author

শেয়ার করুন