বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ১১, ২০২৫ by

বাবার জন্মদিনে দীপিকার অভিনব উপহার

বেশ কিছুদিন ধরে দীপিকা পাড়ুকোন আলোচনায় ছিলেন নতুন সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক ও আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে। এবার সেই আলোচনা ঘুরে গেল বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে অভিনেত্রীর অভিনব উপহার দেওয়ায়। নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করে অভিনেত্রী তাঁর বাবার পাশাপাশি চমকে দিয়েছেন অনুরাগীদেরও। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত মঙ্গলবার দীপিকা তাঁর ব্যাডমিন্টন স্কুলের উদ্বোধন করেছেন। যার নামকরণ করা হয়েছে ‘পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন’। যে পরিবারের শয়নে-স্বপনে, শ্বাস-প্রশ্বাসে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তাঁর জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা স্বীকার করেছেন অনেকে। এদিকে ইনস্টাগ্রামে দীপিকা তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে তিনি লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকি আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সব স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। একই সঙ্গে চাই, নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্যসচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে।’ সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকার আবেগঘন বার্তায় দীপিকা লিখেছেন, বাবা, যারা তোমাকে ভালো করে চেনেন, তারা জানেন, এই খেলা নিয়ে তোমার আবেগ কী রকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সবার জন্য। শুভ জন্মদিন।’ অভিনেত্রী তাঁর শেয়ার করা বিবৃতিতে এও জানিয়েছেন, প্রতি বছর পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে। আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনাও রয়েছে তাঁর।

About The Author

শেয়ার করুন