সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৫, ২০২৪ by

বাড়ির কাছে গিয়েও বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির কাছে এসেও বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের। রবিবার উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও ট্রলির সংঘর্ষে প্রাণ হারান হায়াত (১২)।
নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকাল ৮টার দিকে বরেন্দ্র অঞ্চল থেকে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দেয়। এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, নূর হায়াতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

About The Author

শেয়ার করুন