বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

13

আসন্ন পবিত্র মাহে রমজানে প্রত্যেক ব্যবসায়ীকে মানবিক হতে হবে, কোনোভাবেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা যাবে না, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। চাল, ডাল, তেল, চিনিসহ প্রতিটি খাদ্যপণ্যের মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে। এসবের ব্যত্যয় ঘটলে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষা-সংক্রান্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন কথাগুলো বলেন।
তিনি বলেন, প্রত্যেকটি পণ্যের পর্যপ্ত সরবরাহ রয়েছে। কাজেই মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই। তাছাড়া কম দামে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এছাড়া রমজান মাসজুড়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, চোরাচালানসহ সকল প্রকার অপরাধ কঠোর হাতে দমন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানান। সভায় তিনি সভাপতিত্ব করেন।
সভায় সূচনা বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) মো. রোকনুজ্জামান সরকার। আরো বক্তব্য দেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, জেলার কৃষি বিপণন কর্মকর্তা নূরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু ও সংগঠনটির পরিচালক অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, ব্যবসায়ী নজরুল ইসলাম, শামসুল আলমসহ অন্যরা।
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি হবে না বলে জানান।