রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৮, ২০২৪ by

বাংলাদেশ স্কাউটস দিবস পালন

স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন স্লোগানে, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। সোমবার সকালে জেলা স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, সম্পাদক গোলাম রশিদ, সদর উপজেলা কমিশনার হাসিনুর রহমান, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, সদর উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, আখসারিন খাতুনসহ অন্যরা।
এর আগে স্কাউট সদস্যদের অংশগ্রহণে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপণ করা হয়।

About The Author

শেয়ার করুন