বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হলেন জেসি এমপি

38

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর কার্যকরী কমিটির সদস্যদের নাম জানানো হয়। কমিটিতে চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসিকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
এদিকে মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী সদস্য করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ফেরদৌসী ইসলাম জেসি।
উল্লেখ্য, গত ৮ মাস আগে ২০২২ সালের ২৬ নভেম্বর সম্মেলনের মাধ্যমে এ কমিটির সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা নির্বাচিত হন।