বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলাহাট উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে বড়গাছী কৃষ্ণপুর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটির সহ-সভাপতি শ্রী জীবন কুমার ঘোষের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী আশুতোষ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-গণসংযোগ বিষয়ক সম্পাদক সন্দ্বিপ চৌধুরী ঝাল্লু, শ্রী মেঘু কর্মকার, শ্রী লিটন কর্মকার, শ্রী বিপ্লব ঘোষ, শ্রী শুভ দত্ত।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বস্মতিক্রমে শ্রী আশুতোষ ঘোষকে সভাপতি ও শ্রী বিপ্লব ঘোষকে সাধারণ সম্পাদক করে ভোলাহাট উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলাহাট উপজেলা শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন: আশুতোষ সভাপতি ও...