দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর পিছিয়ে গেল

অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টার মধ্যে হচ্ছে না এই সফর। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় দেশ ছাড়ার কথা ছিল ‘এ’ দলের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হলো এই সফর। পরবর্তী সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। এই সফরের জন্য চট্টগ্রামে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছেন জাতীয় ক্রিকেটাররা। এনামুল হককে চার দিনের ও তাওহিদ হৃদয়কে এক দিনের ম্যাচগুলোর জন্য অধিনায়ক করে ভিন্ন তিনটি দল ঘোষণা করেছিল বিসিবি। চট্টগ্রাম থেকে ফিরে গত শনিবার ঢাকায় শুরুর কথা ছিল অনুশীলন পর্ব। তবে আবহাওয়াজনিত কারণে সেদিন শুধু ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা। পরে অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করা হয় রোববার ও সোমবারের অনুশীলন। ‘এ’ দলের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলেরও পাকিস্তান সফরের কথা রয়েছে। সব ঠিক থাকলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ অগাস্ট দেশ ছাড়বে তারা।

About The Author