বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে : সোনামসজিদে ভারতীয় হাইকমিশনার

8

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার ভিসা ইস্যুতে বলেন, আমাদের প্রচেষ্টায় সর্বদা আরো ভালো এবং আরো সুবিধা তৈরি করা হয়েছে।  উভয়পক্ষের মানুষের প্রকৃত চাহিদা বিবেচনায় নিয়ে কাজ হচ্ছে। সম্প্রতি আমাদের দুই প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করেছেন। এটা আমাদের উভয় দেশের বড় অর্জন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতসহ অন্যরা।
উপস্থিত ছিলেন, সোনামসজিদ কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।